পোস্টগুলি

আপনি জানেন কি, সিপিইউ থেকে হ্যাক হতে পারে আপনার সম্পূর্ণ কম্পিউটার?

যদি আপনাকে বলি, আপনার কম্পিউটারের সাথে এমন একটি স্পেশাল চিপ লাগানো রয়েছে—যেটি আপনার কম্পিউটারের সকল হার্ডওয়্যারকে নিয়ন্ত্রন করার ক্ষমতা রাখে এবং রিমোট ভাবেও একে অ্যাক্সেস করা যায় এবং এটিকে ডিসেবল করার কোন উপায় নেই। কি শুনতে অদ্ভুত লাগছে? অদ্ভুত হলেও ব্যাপারটি সম্পূর্ণ সত্য এবং ভয়াবহও বটে। আজকের আর্টিকেলে এমন বিষয় নিয়ে আলোচনা করবো, যা হয়তো আপনি আগে কখনোই শোনেন নি।

প্রসেসর রিস্ক?

আজকের বেশিরভাগ কম্পিউটার গুলোর প্রাণ হিসেবে ব্যবহৃত হয় ইনটেল এবং এএমডির প্রসেসর গুলো। আপনি যদি ইনটেল প্রসেসরের কম্পিউটার ব্যবহার করে থাকেন তবে নিশ্চয় ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন নামটি শুনেছেন বা ড্রাইভার ইন্সটল করার সময় দেখেছেন। আবার আপনি এএমডি ইউজার হলে প্লাটফর্ম সিকিউরিটি প্রসেসর নামটি শুনে থাকবেন। কিন্তু আপনি জানেন কি গত দশ বছর ধরে যতোগুলো কম্পিউটার তৈরি হয়েছে এদের মধ্যে ইনটেল এবং এএমডির প্রসেসর দিয়ে চলা কম্পিউটারে এই দুই ধরনের চিপ লাগানো রয়েছে—আর এই চিপ গুলো সকল কম্পিউটারের ব্যাকডোর হিসেবে কাজ করে। যদিও ইনটেল এবং এমডি এটা প্রতিজ্ঞা করে, এই ব্যাকডোর শুধু তারা তাদের বৈধ কাজে ব্যবহার করে, তারপরেও কিছু কারণ রয়েছে যার জন্য আপনার দুশ্চিন্তা করা জায়েজ রয়েছে।

ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন

তো ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন মূলত কি জিনিস? এটি মূলত একটি ভিন্ন এবং সহযোগী প্রসেসর চিপ বলতে পারেন, যেটি ফিজিক্যালি প্রত্যেকটি ইনটেল চিপসেটের সাথে চিপকানো থাকে। সহজ ভাষায় বলতে গেলে,  ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন আপনার মূল কম্পিউটারের মধ্যের আরেকটি কম্পিউটার বলতে পারেন। কিন্তু সবচাইতে ভয়াবহ ব্যাপার হলো, প্রায় আমরা কেউই জানিনা এটি কি কাজে ব্যবহৃত হয়। এটি মূলত ইনটেলের মালিকানাধীন কোডের উপর কাজ করে এবং ইনটেল এর সোর্স কোড কখনোই রিলিজ করে না। তবে অবশ্যই এতে বৈধ ফিচার রয়েছে যেগুলো ইনটেল তাদের সেবার মানকে উন্নয়ন করার জন্য ব্যবহার করে। চলুন নিচের লিস্ট থেকে জেনে নেওয়া যাক এই হার্ডওয়্যার কি কাজ গুলো করতে পারে;

  • এটি সরাসরি আপনার র‍্যামের উপর নিয়ন্ত্রন গ্রহন এবং র‍্যাম ব্যবহার করতে পারে, এবং র‍্যাম ব্যবহার করার জন্য মেইন সিপিইউ এর মোটেও সহযোগিতা গ্রহন করে না
  • এটি আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকা সকল যন্ত্রানুষঙ্গ এর উপর নিয়ন্ত্রন নিতে পারে; মাউস, কীবোর্ড, হার্ডড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভ, ওয়েবক্যাম ইত্যাদি সবকিছু অপারেট করতে পারে
  • এটি আপনার কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে কানেক্টেড হয়ে সহজেই যেকোনো নেটওয়ার্ক ট্র্যাফিক সেন্ড বা রিসিভ করার ক্ষমতা রাখে, তাছাড়া এটি ইন্টারনেট ফায়ারওয়ালকে আরামে বাইপাস করতেও সক্ষম
  • তাছাড়া এটি কম্পিউটারের সম্পূর্ণ অপারেটিং সিস্টেমকে বাইপাস করার ক্ষমতা রাখে, এমনকি কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম না থাকলেও এটি কম্পিউটারকে অপারেট করার ক্ষমতা রাখে
  • এই প্রসেসর চিপের এতো ক্ষমতা থাকার পরেও এটি রিমোট ভাবে আপনার কম্পিউটার অন বা অফ করার ক্ষমতা রাখে, অর্থাৎ আপনার কম্পিউটার অফ থাকা অবস্থায়ও এটি অনেক কিছু করতে পারে

এই চিপের ফিচার গুলো দেখে নিশ্চয় ভাবছেন, “আরে, ফাজলামু নাকি? এই চিপ এতো কিছু অ্যাক্সেস করেই বা কীসের জন্য আর এই চিপ কোম্পানি বানিয়েছেই বা কেন? আবার তার উপরে এই ফিচার গুলোকে আমি ডিসেবলও করতে পারবো না!” এই চিপটিকে আপনার কম্পিউটারের সাথে চিপকিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রিমোট ভাবে আপনার কম্পিউটারটি আপডেট বা রিপেয়ার করে দেওয়ার জন্য। আপনি ভালো করেই জানেন, ইনটেলের মতো দৈত্যাকার কোম্পানির কাছে কতোগুলো গ্রাহক থাকে, এখন এই কোটি গ্রাহকের সাপোর্ট সেবা দেওয়ার জন্য ইনটেল তো নিশ্চয় সবার বাড়ি বাড়ি যাবে না, তাই না? তাই এরা এরকম সিস্টেম আগে থেকেই সেটআপ করে রাখে যাতে একসাথে বাল্কভাবে সকল সিস্টেম গুলোতে আপডেট এবং রিপেয়ার করে দিতে পারে।

এখন হয়তো বলবেন, “ঠিক আছে, ভালো ফিচার এবং অনেক ইউজার এ থেকে উপকৃতও হবে, কিন্তু এটা আমার পার্সোনাল কম্পিউটার আর আমার এই জিনিষের দরকার নেই, তাই ইনটেল এখন আমাকে বলো কীভাবে আমি এটাকে ডিসেবল করবো?” আর এখানেই আপনার জন্য দুঃসংবাদ, আপনি ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিন চিপের কার্যক্রমকে ডিসেবল করতে পারবেন না এবং এমন কোন ইনটেল প্রসেসর বাজারে কিনতেও পাবেন না, যেখানে আগে থেকে এই চিপ লাগানো নেই। এমনকি আপনি যদি ইনটেল বাদ দিয়ে এএমডি প্রসেসর ব্যবহার করার চিন্তা করেন তারপরেও এটিকে স্কীপ করতে পারবেন না। কেনোনা আগেই উল্লেখ্য করেছি, এএমডি প্রসেসরেও তাদের এই ধরনের চিপ লাগানো রয়েছে, যার নাম প্লাটফর্ম সিকিউরিটি প্রসেসর বা পিএসপি। আর ইনটেল ম্যানেজমেন্ট ইঞ্জিনের মতো এটিও আপনার কম্পিউটারের সকল কিছু ম্যানেজ করার ক্ষমতা রাখে এবং আমাদের কোন ধারণায় নেই এটি কোন কোডের উপর কাজ করে।

সেলফোনে?

“তো ঠিক আছে ভাই, বুঝলাম! আমার কম্পিউটারে এক সিক্রেট ব্যাকডোর রয়েছে আর আমি সেটাকে ডিসেবলও করতে পারবো না, কিন্তু আমার সেলফোনতো এই ব্যাপার থেকে নিরাপদ তাই না? কেনোনা সেলফোনে তো ইনটেল বা এএমডির প্রসেসর লাগানো থাকে না! তো এই দিক থেকে অন্তত নিরাপদ, নাকি?” জী না, ভুল কথা! আপনি কখনোও কি বেসব্যান্ড প্রসেসরের সম্পর্কে শুনেছেন? অবশ্যই শোনেন নি, কিন্তু প্রত্যেকটি সেলফোনে এই প্রসেসর লাগানো থাকে, এটি মূলত ফোনের এন্টেনা থেকে রেডিও সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালকে কনভার্ট করে। তো অবশ্যই আপনার ফোনটি প্রোপারভাবে কাজ করার জন্য এই চিপ থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং অবশ্যই হ্যাঁ, এই চিপ আপনার ফোনের সকল ডাটার উপর নিয়ন্ত্রন রাখার লো লেভেল অ্যাক্সেস রয়েছে। আরেকটি কথা জেনে রাখা ভালো, ইনটেলের ম্যানেজমেন্ট ইঞ্জিন এবং এএমডির প্লাটফর্ম সিকিউরিটি প্রসেসরের মতো বেসব্যান্ড প্রসেসরের কোডিও মালিকানাধীন। অর্থাৎ যে প্রস্তুতকারী কোম্পানি আপনার ফোনটি বানিয়েছে তার নিজের কোড দ্বারা এই প্রসেসরকে লাগিয়ে থাকে, যেটা এমনিতে কেউ অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু প্রসেসরটি নিজে সবকিছু অ্যাক্সেস করার ক্ষমতা রাখে।

পয়েন্ট?

“সবই বুঝলাম ভাই, ব্যাট এতক্ষণের আলোচনার পয়েন্ট কি? ইনটেল আর এএমডি তো আমাদের পিসি হ্যাক করবে না, তাই না? আবার কোডটিতে নিশ্চয় বিশাল এনক্রিপশন লাগানো রয়েছে, তাহলে এই আলোচনার ফলাফল কি?” —হ্যাঁ ভাই, অবশ্যই ইনটেল বা এএমডি এই সিক্রেট ব্যাকডোর ব্যবহার করে আপনার কম্পিউটারের উপর নজর রাখা বা একে হ্যাক করবে না। কিন্তু এখানে শুধু ইনটেল বা এএমডি একাই ভয়ের কারণ নয়। এখানে ভয়ের ব্যাপার হলো এই চিপ যদি কোন হ্যাকার গ্রুপ ক্র্যা*ক করে ফেলে অথবা কোন গভর্নমেন্ট যদি এর অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে তবে সেটা নিঃসন্দেহে ভয়াবহ হতে পারে। হ্যাঁ, এই চিপে অনেক হার্ডকোর এনক্রিপশন লাগানো রয়েছে, কিন্তু আমি আগেই বলেছি কোন এনক্রিপশনই আপনাকে ১০০% নিরাপত্তা দিতে পারবে না। ক্র্যা*ক করতে অনেক কঠিন বা কষ্ট সাধ্য হলেও এমনটা কিন্তু নয় যে, সেটা ক্র্যা*ক করায় যাবে না।

হতে পারে কোন হ্যাকার এই চিপের অত্যন্ত চালাকির সাথে কোন দুর্বলতা খুঁজে বেড় করে ফেলবে, আর এটি যদি সম্ভব হয় তবে সে এই পৃথিবীর প্রায় যেকোনো কম্পিউটারের উপর নিজের নিয়ন্ত্রন নিয়ে ফেলতে পারবে যেগুলো ইনটেল বা এএমডির প্রসেসরে রান করে। আর যেহেতু এই চিপ কম্পিউটারের মেইন প্রসেসরকে বাইপাস করে কাজ করে, তাই আপনার পিসিকে হ্যাক অ্যাটাক থেকে বাঁচানো প্রায় অসম্ভব নয় বরং সম্পূর্ণ অসম্ভব। যেহেতু এই চিপ সরাসরি পিসির নেটওয়ার্ক ইন্টারফেসের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারে এবং ট্র্যাফিক রিসিভ এবং সেন্ড করতে পারে তাই হ্যাকার সহজেই আপনার কম্পিউটারে যেকোনো ম্যালওয়্যার ইনজেক্ট করিয়ে দিতে পারে। ম্যালওয়্যারটিকে যদি অপারেটিং সিস্টেম ফায়ারওয়াল ব্লক করে দেয় তবে এই চিপ সেই ব্লককে সহজেই বাইপাস করে নিতে পারে।

যদিও এই চিপ এবং এই চিপের কোড ক্র্যা*ক হওয়া প্রচণ্ড কঠিন ব্যাপার তারপরেও অসম্ভব কিছু নয়। আমরা ১% হলেও এমন অজানা কোন হ্যাক অ্যাটাকের সম্ভবনায় রয়েছি। এখানে আরেকটি কথা চিন্তা করার মতো, দেখুন এই চিপের কোড কিন্তু মালিকানাধীন, যদি ওপেন সোর্স কোড হতো হবে সবাই এর কোড পড়তে পারতো এবং যদি এতে কোন ত্রুটি থাকে তবে হয়তো কোন ভালো আইটি স্পেশালিস্ট কোম্পানিকে জানিয়ে দিতে পারতো, সেই ত্রুটিকে কোন ব্ল্যাকহ্যাট হ্যাকার ডিটেক্ট করার পূর্বে। কিন্তু যেহেতু এটির কোড কেউ জানেনা এবং এটি একটি ক্লোজড কোড তাই ভালো মানুষ এর ত্রুটি খোঁজার আগে খারাপ ব্যক্তিই আগে ত্রুটি খোঁজার চেষ্টা করবে, আর কোন ক্রমে সে সফল হয়ে গেলে নিশ্চয় সে আর সেটা কোম্পানিকে শেয়ার করবে না।

শেষ কথা

হ্যাক হওয়ার সম্ভবনা যতোই অল্প হোক না কেন, তবে এই ধরনের হ্যাক অ্যাটাক যে ঘটতে পারে এই ব্যাপারে আন্দাজ করা যায়। যদি প্রসেসর থেকে হ্যাক অ্যাটাক হয়েই যায়, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? কিছুই না! একেবারেই কিছু করতে পারবো না। এটা একদমই ব্যাপার না আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন কিংবা কতো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করছেন। আসলে অনেক সময় অনেক স্ট্রং পাসওয়ার্ডও আপনাকে নিরাপত্তা দিতে পারে না। ধরুন আপনি ৫০ অক্ষরের পাসওয়ার্ড সেট করে রেখেছেন, কিন্তু কেউ আপনার মাথায় বন্ধুক ধরে পাসওয়ার্ড জিজ্ঞাসা করলে নিমিষেই বকে দেবেন!

তো এই ছিল আজকের আর্টিকেলে। এই ধরনের হ্যাক অ্যাটাক সম্পর্কে আপনার মতামত জানার জন্য উতলা হয়ে রয়েছি, তাই অবশ্যই নিচে টিউমেন্ট সেকশনে আলোচনা শুরু করে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

🌟 সম্মানিত ষ্ক্রিপ্ট ষ্টোর ৩৬০ পাঠকরা! 🌟

আপনি আমাদের আলোচনায় জড়িত থাকতে পেরে আমরা আনন্দিত। প্রত্যেকের জন্য একটি সম্মানজনক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার জন্য, আমরা নিম্নলিখিত নির্দেশিকাগুলির সাথে আপনার সহযোগিতার অনুরোধ করছিঃ

১. গোপনীয়তা রক্ষাঃ অনুগ্রহ করে আপনার মন্তব্যে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

২. ইতিবাচকতা ছড়ানোঃ ঘৃণাত্মক বক্তৃতা বা আপত্তিজনক ভাষার প্রতি আমরা শূন্য-সহনশীলতার নীতি বজায় রাখি। আসুন আমাদের কথোপকথনকে সম্মানজনক এবং বন্ধুত্বপূর্ণ রাখি।

৩. পছন্দের ভাষাঃ ইংরেজি বা বাংলা’তে নির্দ্বিধায় নিজেকে প্রকাশ করুন। এই দুটি ভাষা আমাদের পরিষ্কার এবং সুসংগত আলোচনা বজায় রাখতে সাহায্য করবে।

৪. বৈচিত্র্যকে সম্মানঃ একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার জন্য, আমরা দয়া করে অনুরোধ করছি যে আপনি আপনার মন্তব্যে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা এড়িয়ে চলুন।

মনে রাখবেন, আপনার মতামতগুলি মূল্যবান, এবং আমরা আমাদের পাঠকদের সবার জন্য একটি স্বাগত জানানোর জায়গা করে তোলার জন্য আপনার প্রতিশ্রুতির প্রশংসা করি৷ আসুন গঠনমূলক এবং সম্মানজনক আলোচনার মাধ্যমে একসাথে শিখতে এবং বৃদ্ধি পেতে থাকি।

আমাদের ষ্ক্রিপ্ট ষ্টোর ৩৬০ ওয়েবসাইটে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ! 🌟
কুকি সম্মতি
আমরা ট্রাফিক বিশ্লেষণ করতে, আপনার পছন্দগুলি মনে রাখতে এবং আপনার অভিজ্ঞতাকে অপ্টিমাইজ করতে এই সাইটে কুকিজ পরিবেশন করি৷
দূক্ষিত
মনে হচ্ছে আপনার ইন্টারনেট সংযোগে কিছু সমস্যা আছে। অনুগ্রহ করে ইন্টারনেটের সাথে সংযোগ করুন এবং আবার ব্রাউজিং শুরু করুন৷
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.